Bangla
2 days ago

১২১ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটকের দাবি দিল্লি পুলিশের

Published :

Updated :

দিল্লি পুলিশ জানিয়েছে, গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ১২১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে কয়েক বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

বর্তমানে তাদের বন্দি শিবিরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, দিল্লির আলিপুর, বাওয়ানা, নারেলা, স্বরূপনগর ও শাহবাদ ডেয়ারি এলাকায় চালানো অভিযানে ৮৩১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে ১২১ জনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত করা হয়েছে।

অভিযানে পাঁচ ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং জাল পরিচয়পত্র তৈরির অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে। 

Share this news