Published :
Updated :
আগামী ১৩ অক্টোবর থেকে ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার।
দেশের জাতীয় মাছ ইলিশের সর্বোচ্চ প্রজননকালীন সময়ে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এই সময়কালে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ থাকবে।
৩ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, রোববার এক বৈঠকে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, "মাছ ধরার উপর নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল মা ইলিশকে রক্ষা করা যা এই সময়কালে ডিম দেয়।"
একক মাছের প্রজাতি হিসেবে দেশের মাছ উৎপাদনে সবচেয়ে বেশি অবদান রাখে ইলিশ।