১৪ ব্যাংকে ২৫০ কোটি টাকা অন্য ব্যাংকে সরিয়ে নেয়া নিয়ে যে ব্যাখ্যা দিল বিসিবি
Published :
Updated :
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সম্প্রতি একটি গুঞ্জন উঠেছিল, এফডিআরের ২৫০ কোটি টাকার বিশাল অংকের অর্থ অন্য ব্যাংকে স্থানান্তরিত করেছে। এই খবরটি বেশ কিছুদিন ধরে আলোচনা সৃষ্টি করেছিল। যখন বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে, তখন বিসিবি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং আজ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে।
বিসিবির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের কিছু গণমাধ্যমে তাদের আর্থিক লেনদেন সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা উদ্বেগের সাথে লক্ষ্য করেছে। বিসিবি মনে করছে, এই প্রতিবেদনগুলো ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি এবং বোর্ড ও এর সভাপতি ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে।’’
বিসিবি তাদের স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং তাদের কার্যক্রমের বিস্তারিত ব্যাখ্যা দেয়। তারা জানায়, ‘‘বিসিবি সব ধরনের আর্থিক লেনদেনে স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ছড়িয়ে পড়া তথ্যের প্রেক্ষিতে, বোর্ড সাধারণ জনগণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতি রয়েছে, সে কারণে নিচে কিছু স্পষ্টীকরণ দেওয়া হচ্ছে।’’
এতে বলা হয়,''বিসিবি প্রথমে তাদের সাথে লেনদেনরত ব্যাংকগুলো মূল্যায়ন করে। শুধু বাংলাদেশ ব্যাংক কর্তৃক গ্রিন ও ইয়েলো ক্যাটাগরি শ্রেণিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেন রাখার সিদ্ধান্ত নেয়। আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে ২৫০ কোটি টাকা তুলে নেয় এবং এর মধ্যে ২৩৮ কোটি টাকা গ্রিন ও ইয়েলো ক্যাটাগরির ব্যাংকগুলোতে পুনঃবিনিয়োগ করা হয়। অবশিষ্ট ১২ কোটি টাকা একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়, যা বোর্ডের পরিচালনা ব্যয় সহজতর করার জন্য।’’