Bangla
a day ago

১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

Published :

Updated :

বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত ১৫ বছরে দেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলায় এক গণসংযোগে তিনি এই মন্তব্য করেন।

শুধু বিএনপি করার কারণে গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নানা নির্যাতন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মিথ্যা মামলা দিয়ে দমন-পীড়নের চেষ্টা হলেও দলের নেতাকর্মীরা বিএনপি ছাড়েননি বলেও মন্তব্য করেন তিনি। 

বিএনপি ছাড়া দেশকে রক্ষা করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "শহীদ জিয়াউর রহমান দেশের জন্য যে অবদান রেখেছেন, তা ভুলার নয়।" 

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষও আমাদের ভাই-বোন। তারা বিগত ১৫ বছরে নির্যাতনের শিকার হয়েছেন, বিএনপি সব সম্প্রদায়ের পাশে থাকবে।

আগামী নির্বাচনে জয়ী হলে বেকারত্ব দূরীকরণ ও জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। 

Share this news