Bangla
6 days ago

১৫ বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে তিন সাবেক গভর্নরের নথি তলব

Published :

Updated :

গত ১৫ বছরে ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারি ও লুটপাটের মাধ্যমে আর্থিক খাতকে দুর্বল করে ফেলার অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সংস্থাটি বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি দিয়ে সাবেক তিন গভর্নরের দায়িত্বকাল সংক্রান্ত দলিলসহ মোট ২৩ ধরনের নথি চেয়েছে।

তলব করা সাবেক গভর্নররা হলেন: আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার।

একই সঙ্গে, ২০০৯ সালের পর খেলাপি ঋণ পুনঃতালিকাভুক্ত করার নীতিমালার আওতায় সুবিধা পাওয়া বেক্সিমকো, এম আর গ্রুপ, রতন গ্রুপ, কেয়া, যমুনা, থার্মেক্স, শিকদার, বিবিএস, আব্দুল মোনেম, এনানটেক্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ঋণ নেয়ার বিবরণও চাওয়া হয়েছে।

এছাড়া আলোচিত বেসিক ব্যাংক কেলেঙ্কারির নথিপত্রও চেয়েছে দুদক।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সাবেক গভর্নর আতিউর রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে নীতিমালায় অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড়, রিজার্ভ চুরি, হলমার্ক এবং এস আলম গ্রুপের মতো ঘটনায় জালিয়াতির মাধ্যমে ব্যাংক খাতকে ধ্বংসের অভিযোগ উঠেছে, যা তদন্ত সাপেক্ষে যাচাই করা হবে।

Share this news