Bangla
5 hours ago

১৬ বছর অপেক্ষা নয়, স্বৈরাচারের ইঙ্গিত পেলেই প্রতিরোধ: প্রধান উপদেষ্টা

Published :

Updated :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান প্রতিবছর নিয়মিতভাবে উদযাপন করা হবে। তিনি বলেন, যেন ভবিষ্যতে আর ১৬ বছর অপেক্ষা করতে না হয় নতুন অভ্যুত্থানের জন্য— এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেকোনো স্বৈরশাসনের সম্ভাব্য ইঙ্গিত পেলেই তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করার প্রস্তুতি রাখতে হবে।

আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে তার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, এই দিনটি জাতির ইতিহাসে এক গৌরবময় মুহূর্ত। ঠিক এক বছর আগে শিক্ষার্থীদের হাত ধরে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা পরিণত হয়েছিল এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে। জুলাই মাস ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এক গণজাগরণের ডাক। এই আন্দোলনের মূল বার্তা ছিল— ফ্যাসিবাদকে নির্মূল করে একটি নতুন বাংলাদেশ গঠন এবং রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।

তিনি বলেন, এই আয়োজন শুধুই আবেগে ভাসার জন্য নয়, আবার এটি ক্ষোভ প্রকাশের মাধ্যমও নয়। বরং ১৬ বছর পর জনগণের ঘোষিত অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বপ্ন বাস্তবায়ন হয়েছে— তা ছিল নতুন রাষ্ট্রব্যবস্থার রূপায়নের অংশ। এখন সময় এসেছে সেই স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার নবায়নের।

তিনি আরও বলেন, "প্রতিবছর এই সময়কে আমরা উদযাপন করব, যেন আর কোনোদিন এত দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়। স্বৈরাচারের যেকোনো পূর্বাভাস যেন সঙ্গে সঙ্গেই দমন করা যায়— সেই প্রস্তুতি রাখতে হবে। কোনো স্বৈরাচার মাথা তুলতে না পারে, তার আগেই আমরা যেন তাকে রুখে দিতে পারি।" 

Share this news