Bangla
3 days ago

ঈদে টানা ছুটি

১৭ ও ২৪ মে আর্থিক প্রতিষ্ঠান চালু রাখতে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Published :

Updated :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে দাপ্তরিক কাজের প্রয়োজন বিবেচনায় ১৭ মে (শুক্রবার) এবং ২৪ মে (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এই নির্দেশনার আওতায় ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও (এনবিএফআই) ছুটির এই সময়সূচি অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র হজ ও ঈদুল আজহার সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি একত্রিত হয়ে টানা ছুটি পড়ায়, গ্রাহকদের আর্থিক সেবা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, ফাইন্যান্স কোম্পানির সব শাখা, বুথ এবং অফিস ১১ ও ১২ জুন বন্ধ থাকবে। তবে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও দাপ্তরিক কাজের প্রয়োজনে খোলা রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ (২) (ঘ) ধারা অনুযায়ী এই নির্দেশনা জারি করেছে। 

Share this news