Bangla
4 months ago

১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান: তারেক রহমান

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরলে তরুণ প্রজন্মকে জিয়াউর রহমান সম্পর্কে জানানো সম্ভব হবে, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয় উল্লেখ করে বলেন, সৈনিক হিসেবে দেশের প্রতি দায়িত্ববোধ থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তিনি। পরবর্তীতে রাজনীতিবিদ হিসেবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং ১৯ দফায় জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

এছাড়া তিনি আরও বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জন এবং গার্মেন্টস শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সৈনিক, রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান- সব পরিচয়েই সফল হয়েছিলেন তিনি। 

Share this news