২০২৪-২৫ অর্থবছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখের বেশি করদাতা
Published :
Updated :
২০২৪-২৫ অর্থবছরে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা, যা কর সেবায় ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বৃদ্ধির একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (৩০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন মোট ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা, আর ই-রিটার্নের জন্য নিবন্ধন করেছেন ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা।
এনবিআর এই পরিবর্তনকে তাদের বৃহত্তর ডিজিটাল কর্মসূচির আওতায় একটি “মাইলফলক পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছে, যার উদ্দেশ্য করসেবা আরও সহজলভ্য, কার্যকর এবং করবান্ধব করে তোলা। প্রতিষ্ঠানটি জানায়, সহজতর অনলাইন রিটার্ন দাখিল ব্যবস্থা করদাতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে রিটার্ন দাখিলের হার বাড়ছে।
এনবিআর আরও জানায়, বছরব্যাপী নিরবচ্ছিন্ন সেবা প্রদান চালু থাকবে, যার মধ্যে আয়কর সনদপত্রের তাৎক্ষণিক অনলাইন ইস্যু করার ব্যবস্থাও রয়েছে।
তাছাড়া, আয়কর আইন ২০২৩-এর ধারা ১৮০ অনুযায়ী, কোনো করদাতা মূল রিটার্ন দাখিলের পর ১৮০ দিনের মধ্যে কোনো ভুল বা অপূর্ণতা ধরতে পারলে তা সংশোধন করে অনলাইনেই সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন। এই সুবিধা ঘরে বসেই সহজে ব্যবহার করা যাবে।
অনলাইনে রিটার্ন দাখিল করা সব করদাতাকে ধন্যবাদ জানিয়ে এনবিআর করদাতাদের বছরজুড়ে এই ডিজিটাল সেবা ব্যবহার করে রিটার্ন দাখিল ও সনদ সংগ্রহে উৎসাহিত করেছে।