Published :
Updated :
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহুমাত্রিক উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২৪ সালে প্রায় ৪০ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার সরাসরি নিজস্ব তহবিল থেকে এবং বাকি ১৪ দশমিক ৯ বিলিয়ন ডলার বিভিন্ন অংশীদারের সহায়তায় বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রকাশিত এডিবির ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে— কীভাবে সংস্থাটি উন্নয়ন সহযোগী দেশগুলোকে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ঝুঁকিপ্রতিরোধী উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করছে।
এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, আমাদের আর্থিক সক্ষমতা ও কৌশলগত পরিকল্পনা আরও শক্তিশালী হয়েছে। উন্নয়ন প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে আমরা সাশ্রয়ী, আধুনিক জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ করছি এবং এমন বেসরকারি খাত গড়ে তুলছি, যা মানসম্মত কর্মসংস্থান তৈরি করবে।
২০২৪ সালে এডিবি সরকারি ও বেসরকারি খাতে ঋণ, অনুদান, ইক্যুইটি বিনিয়োগ, গ্যারান্টি ও কারিগরি সহায়তা মিলিয়ে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার বিতরণ করেছে। এর মধ্যে বেসরকারি খাতভিত্তিক প্রকল্পে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার অর্থায়ন করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেশি। এতে এক মিলিয়ন সরাসরি কর্মসংস্থান তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগামী দশকে এডিবি তার কার্যক্রম ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করেছে। পাশাপাশি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ সদস্য দেশের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ডে পাঁচ বিলিয়ন ডলার পুনঃঅর্থায়ন নিশ্চিত করা হয়েছে।
২০২৪ সালে খাদ্য উৎপাদন ব্যবস্থা আধুনিক করা, পরিবেশগত বিপর্যয় ও জীববৈচিত্র্য হ্রাস রোধ এবং চরম আবহাওয়ার ক্ষতিকর প্রভাব কমাতে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দিয়েছে এডিবি।