Bangla
3 days ago

২০২৪ সালে জামায়াতের আয় বিএনপির দ্বিগুণ, ব্যয় পাঁচ গুণ

Published :

Updated :

দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০২৪ সালে দলটির মোট আয় হয়েছে ২৮ কোটি ৯৭ লাখ টাকা, আর ব্যয় ২৩ কোটি ৭৩ লাখ টাকা।

ইসিতে জমা দেওয়া হিসাব অনুযায়ী, জামায়াতের আয় বিএনপির প্রায় দ্বিগুণ এবং ব্যয় পাঁচ গুণেরও বেশি। গত ২৭ জুলাই বিএনপি জানিয়েছিল, তাদের ২০২৪ সালের মোট আয় ছিল ১৫ কোটি ৬৫ লাখ টাকা এবং ব্যয় ছিল ৪ কোটি ৮০ লাখ টাকা।

জামায়াত জানায়, তাদের আয়ের বড় অংশ এসেছে সদস্যদের চাঁদা (১৬ কোটি ৫৬ লাখ টাকা) এবং বিভিন্ন ব্যক্তি ও সংস্থার অনুদান (১১ কোটি ৮৬ লাখ টাকা) থেকে। পত্রিকা, বইপত্র বিক্রি, অতিরিক্ত চাঁদা ও আগের স্থিতি মিলিয়ে মোট আয় দাঁড়ায় প্রায় ২৯ কোটি টাকা।

ব্যয়ের মধ্যে উল্লেখযোগ্য অংশ গেছে কর্মীদের বেতন-বোনাস (৬ কোটি ৫৭ লাখ টাকা), প্রার্থীদের অনুদান (১১ কোটি ৫ লাখ টাকা), প্রচারণা ও পরিবহন, আবাসন, ধর্মীয় অনুষ্ঠান এবং প্রশাসনিক খাতে।

জামায়াতের হিসাব অনুযায়ী, তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ২০১৩ সালে নিবন্ধন বাতিল হওয়ার পর এবারই প্রথম দলটি আয়-ব্যয়ের হিসাব জমা দিলো, চলতি বছরে নিবন্ধন ফিরে পাওয়ার পর। 

Share this news