Bangla
7 months ago

২০২৫–২৬ বাজেটে ব্যবসায় লেনদেনের ওপর ১% করের প্রস্তাব

Published :

Updated :

২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যবসায় লাভ হোক বা লোকসান—সব প্রতিষ্ঠানের মোট লেনদেন বা টার্নওভারের ওপর শতকরা ১ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে। 

এর আগে শুধুমাত্র ব্যবসায় লাভ হলে তবেই সেই আয়ের ওপর শূণ্য দশমিক ৬ শতাংশ কর আরোপ করত সরকার। 

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট উপস্থাপনকালে জানান, এ কর ব্যবসার মুনাফার ওপর নয়, লেনদেনের ওপর ধার্য হবে এবং এটি ভ্যাট বা অন্যান্য করের আওতার বাইরে সরাসরি আয়কর হিসেবে পরিগণিত হবে। 

ব্যবসায়ীদের মতে, এটি কার্যত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ হয়ে দাঁড়াবে। বড় ব্যবসাগুলোর ক্ষেত্রেও কেনাবেচা বেশি হওয়ায় খরচ অনেক বেড়ে যাবে। 

বাজেটে আরও প্রস্তাব করা হয়েছে, ব্যবসার জন্য ভাড়া নেওয়া স্থান বা কনফারেন্স সেন্টারের ওপর উৎসে কর বাড়ানো হচ্ছে। স্থানভাড়ার উৎসে কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ এবং সভা-সেমিনারের জন্য হল ভাড়ার ওপর করও দ্বিগুণ করে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে ব্যবসায় প্রচারণা, বিপণন ও পরিচালন ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া শিল্পখাতে বহুবছর ধরে চালু থাকা কর অবকাশ সুবিধা সম্পূর্ণভাবে বাতিল করার প্রস্তাব এসেছে বাজেটে। বর্তমানে ৩১টি শিল্প খাত অঞ্চলভেদে ১০ বছর পর্যন্ত কর ছাড় সুবিধা পাচ্ছে। 

এসব খাতের মধ্যে রয়েছে—অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট (এপিআই), কৃষিযন্ত্রপাতি, রাবার ল্যাটেক্স, ইলেকট্রনিক যন্ত্রাংশ (যেমন ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর), বায়ো ফার্টিলাইজার, কম্পিউটার হার্ডওয়্যার, হোম অ্যাপ্লায়েন্স, চামড়া ও চামড়াজাত পণ্য, মোবাইল ফোন, ফলমূল ও শাকসবজি প্রক্রিয়াকরণ, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্য, ন্যানোটেকনোলজি, টায়ার, ট্রান্সফরমার ও এয়ারক্রাফট মেইনটেন্যান্স সেবা ইত্যাদি।

এই কর অবকাশ সুবিধা বাতিল হলে সংশ্লিষ্ট শিল্প খাতে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে এবং উৎপাদন খরচ বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। 

Share this news