
Published :
Updated :

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১০ এপ্রিল বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্যদিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এসএসসি পরীক্ষার এই সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণ মান ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৮ মে পর্যন্ত। এরমধ্যে তত্ত্বীয় পরীক্ষা নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১০ মে থেকে শুরু হয়ে ১৮ মে এর মধ্যে শেষ করতে হবে। এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

For all latest news, follow The Financial Express Google News channel.