Published :
Updated :
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৬৫ জন।
স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) বরাত দিয়ে ইউএনবি রিপোর্ট অনুযায়ী, নতুন আক্রান্ত রোগীদের ৮৩ জনকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৯৪ জনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাদেশের বিভিন্ন হাসপাতালে প্রায় ১,৭৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। ১ জানুয়ারী, ২০২৪ সাল থেকে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৭,২৮৪ ও মৃত্যুর সংখ্যা ১০২ টি বলে জানা গেছে।
গত বছর, ডেঙ্গুর কারণে ১৭০৫ জন প্রাণ হারিয়েছিল, এটিই ছিল ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক মৃত্যু।