Bangla
2 days ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ মৃত্যু, আক্রান্ত ৩৮৩

Published :

Updated :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪২ জনে।

রবিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৩ জন। সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে (১৩৬ জন)।

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাইরে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য।

গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর মোট আক্রান্ত ৯,৮৬৭ জন, যার মধ্যে ৫৯% পুরুষ এবং ৪১% নারী।

Share this news