
Published :
Updated :

জাতীয় নির্বাচন কবে হবে — এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন ৩০ জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। তবে সেটা হতে পারে ডিসেম্বরে, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিল কিংবা মে মাসে। তবে ৩০ জুনের পর নয়।
আজ রোববার (১ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর এবং সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, দ্রুত জুলাই চার্টার নিয়ে একটি সুস্পষ্ট ঘোষণা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক জাপান সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সফরে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জন্য ৪১৮ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ছাড়াও জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেলপথ নির্মাণে ৬৪১ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
এছাড়া মানবসম্পদ উন্নয়ন ও স্কলারশিপের জন্য জাপান ৪.২ মিলিয়ন ডলার দেবে। মহেশখালী-মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পেও জাপানের বড় ধরনের বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে।
জাপান সফরের আরেকটি বড় অর্জন হলো — আগামী পাঁচ বছরে জাপান বাংলাদেশ থেকে এক লাখ মানবসম্পদ নিতে আগ্রহী। এ লক্ষ্যে কিছু সমঝোতা হয়েছে এবং একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানান প্রেস সচিব।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

For all latest news, follow The Financial Express Google News channel.