Bangla
2 days ago

৩০২ কমিটির সভাপতি জেলা প্রশাসকরা, হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

মাঠ প্রশাসনে একজন জেলা প্রশাসক (ডিসি) ৩০২টি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই কমিটিগুলোর বাইরে যে অন্যান্য কমিটিতে ডিসিরা সভাপতির ভূমিকা পালন করছেন, সেসব তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব ডিসিকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ৩০২টি কমিটির নাম উল্লেখ করা হয়েছে, যেখানে ডিসিরা সভাপতির দায়িত্বে রয়েছেন। 

তালিকা হালনাগাদ করার লক্ষ্যে, এ কমিটিগুলোর বাইরে অন্যান্য যে কমিটিতে তারা সভাপতির দায়িত্ব পালন করছেন, সেসব তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক হিসেবে প্রশাসন ক্যাডারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা নিয়োগ পান। তারা জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভূমি ব্যবস্থাপনার জন্য কালেক্টরের ভূমিকা পালন করেন। এছাড়া, নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান উন্নয়ন কার্যক্রমগুলোও জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। 

Share this news