Published :
Updated :
আগামীকাল ৪ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (৩০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী মঙ্গলবার (০১ জুলাই) থেকে শুরু করে শুক্রবার (৫ জুলাই) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চার বিভাগে (খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট) অধিকাংশ জায়গায় এবং উত্তর, মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলের বিভাগগুলোতেও (ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী) কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে।
এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রথম দিকে প্রায় অপরিবর্তিত থাকলেও সপ্তাহের শেষদিকে তা কিছুটা কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে নদী অববাহিকায় জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও থাকতে পারে। তাই সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।