Bangla
3 days ago

৪ দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশ

Published :

Updated :

ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে সংগঠনটি।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি প্রয়োগ, নির্বাচনের আগেই বিগত সরকারের অপকর্মের সঙ্গে জড়িতদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবি জানান। তারা আরও সতর্ক করেন, সরকার এসব দাবিতে আন্তরিক না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Share this news