Bangla
2 days ago

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ

Published :

Updated :

আজ (সোমবার) বিকেলে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ছাড়াও প্রার্থীদের মোবাইলে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

এ বিসিএসে আবেদন করেন প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রার্থী। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন এবং লিখিত পরীক্ষায় পাস করেন প্রায় ৪ হাজার জন। চূড়ান্তভাবে ১ হাজার ৭১০টি পদের বিপরীতে নিয়োগের জন্য প্রার্থী সুপারিশ করা হবে।

এর মধ্যে সবচেয়ে বেশি ৭৭৬ জন নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে। প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন নিয়োগ পাবেন।

প্রথমে অতিরিক্ত ৪০০টি পদ যুক্ত করার চেষ্টা করলেও উপদেষ্টা পরিষদের অনুমোদন না পাওয়ায় তা বাতিল করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব পদ ভবিষ্যতের বিসিএসে (সম্ভবত ৪৯তম) যুক্ত করা হতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এটি দেশের অন্যতম প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত। 

Share this news