Bangla
2 days ago

৫ আগস্ট বা তার আগেই আসতে পারে জুলাই ঘোষণাপত্র: উপদেষ্টা মাহফুজ

Published :

Updated :

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ৫ আগস্ট বা তার আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ হতে পারে।

শনিবার (২ আগস্ট) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র‌্যালির সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের রূপকল্প তুলে ধরতে একটি দালিলিক প্রমাণ জরুরি, আর সেটাই হবে জুলাই ঘোষণাপত্র। এতে সব দলের সম্মতি প্রয়োজন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে যেসব বিষয়ে দলগুলোর ঐকমত্য রয়েছে, সেগুলো ইতোমধ্যেই সংযুক্ত হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, জুলাই ঘোষণাপত্র শুধু একটি রাজনৈতিক দলিল নয়, এটি জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের ভবিষ্যৎ যাত্রার দিকনির্দেশনাও দেবে।

Share this news