৫১টি পয়েন্ট ছাড়া বাকি সুপারিশে বিএনপির দ্বিমত নেই: সালাহউদ্দিন আহমেদ
Published :
Updated :
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশগুলোর মধ্যে ৫১টি বাদে বাকি বিষয়গুলো নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “আমরা আশাবাদী যে জুলাই সনদ শিগগিরই স্বাক্ষরিত হবে। ৫১টি পয়েন্ট ছাড়া বাকি সুপারিশগুলোর ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই।”
আজ শুক্রবার (১ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বলে ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এ সময় বিএনপির এই নেতা জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও ওই মাদ্রাসা পরিদর্শনে যান এবং বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলে তিনি আশাবাদী।
তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাদ্রাসাটি পরিদর্শনে যান।
মাদ্রাসায় পৌঁছালে সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খানকে সিনিয়র শিক্ষকেরা ফুল দিয়ে স্বাগত জানান।
পরে বিএনপি নেতারা হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমদ শফী এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন এবং দোয়া করেন।
এরপর মাদ্রাসার অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির শায়খুল হাদীস শেখ আহমদ ও মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় স্থানীয় বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।