Published :
Updated :
জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ৫ আগস্ট ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৮ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) এই মামলায় পলাতক আসামি, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত শুনানির দিন ধার্য রয়েছে।
সকালে মামলার গ্রেফতারকৃত আসামিদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ আরও ছয়জনকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়।
উল্লেখ্য, গত ২ জুলাই এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।