Published :
Updated :
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন ছড়িয়ে পড়লে একে একে মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপণে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অগ্নিনির্বাপণে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী সদস্যরা কাজ করছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান জানান, প্রায় এক হাজার আনসার সদস্য উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিয়েছেন। এ সময় ২৫ জন আনসার সদস্য আহত হন, যাদের সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে উদ্ধার সহায়তায় বিজিবির দুই প্লাটুন সদস্য কাজ করছে।
বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে, সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।