Bangla
2 days ago

আবার এক-এগারোর চক্রান্ত চলছে: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

Published :

Updated :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে আবারও এক-এগারোর মতো একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। 

আজ শুক্রবার (২৩ মে) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ মুক্ত করে স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক ধারায় পরিচালনা করাই আমাদের মূল লক্ষ্য। দেশকে বারবার বিভক্ত করে জাতীয় ঐক্য নষ্ট করা হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবার দিল্লির ছক অনুযায়ী দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। গণতান্ত্রিক রূপান্তর থামিয়ে দিয়ে নতুন করে এক-এগারোর পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র চলছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থি এবং ধর্মপ্রাণ ছাত্র-জনতাকে সার্বভৌমত্ব, সংস্কার এবং আসন্ন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ও সদস্যদেরও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ড. ইউনূসকে জনগণের দেওয়া সংস্কার, ন্যায়বিচার ও ভোটাধিকারের অঙ্গীকার পূরণ করতে হবে। রাজনৈতিকভাবে সব সংকটের সমাধান তাকে দায়িত্বে থেকেই করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কারের ভিত্তিতে ‘জুলাই সনদ’ তৈরি করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার শুরু করতে হবে এবং তার রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একসাথে অনুষ্ঠানের দাবিও জানান এনসিপি আহ্বায়ক।

Share this news