Published :
Updated :
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে জানা গেছে, নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ৬৮০ টাকা। মঙ্গলবার, ১৩ মে ২০২৫ থেকে এ দাম কার্যকর হয়েছে।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা এবং দেশীয় বাজারে চাহিদার ভিত্তিতে একাধিকবার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিয়মিতভাবে আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে মূল্য নির্ধারণ করে থাকে।
বাজুস জানিয়েছে, পরবর্তী যেকোনো পরিবর্তনের জন্য ভোক্তাদের তাদের অফিসিয়াল ঘোষণা বা বিশ্বস্ত সংবাদমাধ্যমের ওপর নজর রাখার আহ্বান জানানো হয়েছে।