
Published :
Updated :

কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সামিটের এলএনজি টার্মিনাল সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে। টার্মিনালটির দৈনিক ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা থাকলেও বর্তমানে ৬ কোটি ঘনফুট সরবরাহ করা হচ্ছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ আবার শুরু হয়, তবে ধীরে ধীরে সরবরাহ বাড়ানো হবে বলে জানিয়েছে সামিট।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে সামিট জানায়, বিদ্যুৎ, সার ও শিল্প খাতের গ্যাস চাহিদা পূরণে জাতীয় গুরুত্ব বিবেচনায় সামিটের কর্মীরা ও আন্তর্জাতিক অংশীদাররা দিনরাত পরিশ্রম করে গ্যাস সরবরাহ পুনরায় চালু করেছেন।
টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামত এবং কার্যক্রম বন্ধ থাকায় সামিটের প্রায় শতাধিক কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। এখন এটি ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত।
পেট্রোবাংলা সূত্র বলছে, সামিটের টার্মিনালের মজুত থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে, তবে গ্যাসের প্রবাহ বাড়াতে কিছুটা সময় লাগবে। নতুন এলএনজির জাহাজ আসলে সরবরাহ স্বাভাবিক হবে।

For all latest news, follow The Financial Express Google News channel.