Bangla
2 days ago

আবরার ফাহাদ হত্যা: ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল রাখল হাইকোর্ট

Published :

Updated :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে। শনিবার (৩ মে) ১৩১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ১৬ মার্চ মামলার রায় ঘোষণা করেন। 

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে দ্বিতীয় বর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তাকে নির্যাতন করা হয়। পরদিন ভোরে হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় সারাদেশে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার একটি আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টে শুনানি শুরু হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জন: 

মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মোনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদুর রহমান, মুজাহিদুর রহমান, তাবাখাইরুল ইসলাম তানভীর, হোসেন মোহাম্মদ তোহা, শামীম বিল্লাহ, নাজমুস সাদাত, মুনতাসির আল জেমি, মিজানুর রহমান, মাহমুদ সেটু, শামসুল আরিফিন রাফাত, মোরশেদ ওমরতো ইসলাম, এহতেশামুল রাব্বি, মোরশেদ উজ্জামান জিশান ও মুজতবা রাফিদ।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৫ জন: 

মুহতাসিম ফুয়াদ, আকাশ হোসেন, মোয়াজ আবু হুরাইরা, অমিত সাহা ও ইশতিয়াক হাসান মুন্না।

মামলার ২৫ আসামির মধ্যে পাঁচজন এখনও পলাতক রয়েছেন।

Share this news