Bangla
4 days ago

আবু বাকেরকে সমর্থন দিয়ে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

Published :

Updated :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়ে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন সাবেক মাহিন সরকার। জিএস পদে প্রার্থীতা ঘোষণা করা মাহিন সরকার বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস পার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিলেন। 

শুক্রবার দুপুরে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় আবু বাকের মজুমদারও উপস্থিত ছিলেন। 

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্যে ঐক্য প্রয়োজন উল্লেখ করে মাহিন সরকার বলেন, "সেই জায়গা থেকে ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের শক্তি জয়লাভ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বেশি দায়বদ্ধতা থাকবে।" 

এমনকি আবু বাকেরের বিজয় মানে মাহিন সরকারের বিজয় বলেও মন্তব্য করেছেন তিনি। 

Share this news