Published :
Updated :
আছিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে মাগুরা গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, "আমরা এসেছি আছিয়ার মা-বাবাকে সহানুভূতি জানাতে; এ পরিবারের দোয়া নিতে। আর এসেছি বুঝতে, কীভাবে এই পরিবারটির পাশে দাঁড়ানো যায়।"
তিনি এই ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
শনিবার সকালে তিনি হেলিকপ্টারে করে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে পৌঁছান। আছিয়ার কবর জিয়ারত করেন। এরপর আছিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান জানান, ৯০ দিনের মধ্যে আছিয়ার ঘটনার বিচার হওয়ার বিষয়টি তারা মেনে নিয়েছেন। তবে তা যদি ৯১ দিনও হয় তারা মানবেন না।
তিনি বলেন, ধর্ষণের বিচার শুধুমাত্র ফাঁসি হওয়া উচিত। তিনি আরও বলেন, "সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছেন। আমরা তাতে একমত নই। কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়। সেজন্য ৯০ দিনই ঠিক আছে।"
সাক্ষাৎ শেষে তিনি আছিয়ার বাড়িতে যান এবং পরিবারটির সহায়তার আশ্বাস দেন।