Bangla
7 months ago

আচরণবিধি ও ভোটকেন্দ্র নীতিমালা চূড়ান্তে নির্বাচন কমিশনের বৈঠক

Published :

Updated :

রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত নীতিমালা নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের পঞ্চম সভা এটি।

আজ বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কক্ষে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে সিইসির পাশাপাশি চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে—রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিমালা ২০২৫, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনার নীতিমালা ২০২৫, এবং স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ২০২৫। এছাড়া অন্যান্য বিষয়ও আলোচনার জন্য তালিকায় রয়েছে।

নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রচারণা কার্যক্রমে কিছু বিধিনিষেধ আরোপ, সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারিসহ বেশ কিছু প্রস্তাব আলোচনায় আসবে বলে জানা গেছে।

এছাড়াও ভোটকেন্দ্র স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে প্রশাসন ও পুলিশের পরিবর্তে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের অধিকতর ক্ষমতা দেওয়ার প্রস্তাবও আলোচনায় থাকতে পারে।

Share this news