Published :
Updated :
সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ আদালত সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আদালত অবমাননার আইনি নোটিশ দেয়া হয়েছে।
আইনজীবী জসিম উদ্দিনের পাঠানো নোটিশে সারজিসকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া, প্রেস কনফারেন্স করে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে, অন্যথায় আদালত অবমাননার মামলা করা হবে।
নোটিশে বলা হয়েছে, সারজিস তার ফেসবুক পোস্টে ইঞ্জনিয়ার ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত রিট খারিজের পর একটি মন্তব্য করেন, যেখানে তিনি হাইকোর্টের রায়ের প্রতি অসম্মান প্রকাশ করেন। এই মন্তব্য আদালত অবমাননা এবং মর্যাদাহানিকর হিসেবে বিবেচিত হয়েছে।