আদালতে পলকের আত্মপক্ষ সমর্থন; তুরিন, শাহজাহানের অভিযোগে উত্তপ্ত পরিবেশ
Published :
Updated :
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক তাঁর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থন করেছেন। তিনি দাবি করেন, গত ৫ আগস্ট বাড্ডায় রংমিস্ত্রি আবদুল জব্বার হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। সেদিন তিনি জাতীয় সংসদ ভবনে সাবেক স্পিকার, ডেপুটি স্পিকারসহ ১২ জন সংসদের বিশেষ কক্ষে অবস্থান করছিলেন এবং রাত আড়াইটার দিকে সেনাবাহিনী তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
তবে, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুকী পলকের বক্তব্যের তীব্র বিরোধিতা করে বলেন, তিনি হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন।
অপরদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ আদালতে অভিযোগ করেন, রিমান্ডের সময় তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তাঁর পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, যা তিনি আদালতে প্রদর্শন করেন। পিপি ফারুকী এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন এবং বলেন, অন্তর্বর্তী সরকারের সময় কোনো আসামিকেই নির্যাতন করা হয়নি।
পরে আজ বুধবার (২৩ এপ্রিল) আদালত উভয় পক্ষের শুনানি শেষে জুনাইদ আহ্মেদ পলককে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন। তুরিন আফরোজের নির্যাতনের অভিযোগের বিষয়ে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন।
এছাড়া, এদিন যাত্রাবাড়ী থানার আরিফ খান হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। পিপি ফারুকী তাঁকে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে উল্লেখ করেন। শাজাহান খান আদালতে বলেন, তিনি অসুস্থ এবং জিজ্ঞাসাবাদের জন্য জেলগেটে নেওয়ার আবেদন করেন।