Bangla
2 days ago

আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কমছে

Published :

Updated :

আগামী বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ কমাতে যাচ্ছে সরকার। চলতি অর্থবছরের এডিপিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকা সত্ত্বেও সঠিকভাবে অর্থ ব্যয় না হওয়ায় আগামী অর্থবছরে এ খাতে বরাদ্দ কমিয়ে ধরা হয়েছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করেছে, স্বাস্থ্য খাতে দেশের মোট জিডিপির অন্তত ৫ শতাংশ ব্যয় করা উচিত।  আর চিকিৎসকদের মতে, দেশের প্রেক্ষাপটে স্বাস্থ্য খাতে বাজেটের অন্তত ১০ শতাংশ বরাদ্দ দেওয়া প্রয়োজন। বিশেষ গুরুত্ব দিতে হবে রোগীদের ব্যক্তিগত ব্যয় কমানোর দিকেও। 

তবে গবেষণা বলছে, বরাদ্দ বাড়ানো হলেও স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় এক-তৃতীয়াংশ অর্থ খরচই করতে পারে না। এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে দুর্নীতি, পর্যাপ্ত সক্ষমতা না থাকা, জনবল ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি। 

বিশেষজ্ঞরা মনে করেন, ব্যয়ের দক্ষতার অভাব থাকলে বরাদ্দ বাড়ালেও বাড়তি এ অর্থ কাজে লাগবে না। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছেন তারা।

উল্লেখ্য, দেশে সব শ্রেণির মানুষই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, এবং অসংক্রামক রোগে মৃত্যুর হার আশঙ্কাজনক হারে বেড়েছে। পরিসংখ্যান বলছে, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, ক্যান্সার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগে দেশের ৭১ শতাংশ মানুষ মারা যাচ্ছে।

Share this news