Bangla
5 days ago

আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপি'র সম্ভাবনা বেশি: তারেক রহমান

ফাইল ছবি।
ফাইল ছবি।

Published :

Updated :

আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপির সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেন, "মানুষ বিএনপির কাছে তার প্রত্যাশার কথা তুলে ধরেন, কারণ আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপির সম্ভাবনা বেশি। তারা মনে করেন বিএনপি ভালো কিছু পরিবর্তন আনবে, এবং আমাদেরকে সেই শুরুটা করতে হবে।"

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে সমগ্র জাতি হঠাৎ করে দম ফিরে পেয়েছে। তিনি বলেন, "২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে।"

তারেক রহমান আরও বলেন, "এ মুহূর্তে সমগ্র বাংলাদেশে একটি পরিবর্তন প্রত্যাশা করছে। প্রত্যেকটি মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে। বাস্তবতা হচ্ছে, মুহূর্তে ভালো হবে না, কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে।" 

Share this news