আগামী নির্বাচন ঘিরে আসন পুনর্বিন্যাসে উদ্যোগী ইসি: সীমানা পরিবর্তনে ৪১৬ আবেদন
Published :
Updated :
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০টি আসনের সীমানা পুনর্নির্ধারণে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ২০০১ সালের নির্বাচনী সীমানা ফিরিয়ে আনার দাবিতে জমা পড়া আবেদনগুলোর ওপর।
ইসি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে এ পর্যন্ত ৬৬টি আসনের সীমানা পরিবর্তনের দাবিতে মোট ৪১৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে অধিকাংশ আবেদনেই ২০০১ সালের সীমানা পুনর্বহালের দাবি করা হয়েছে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়াটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। প্রাথমিক পর্যায়ে শহরাঞ্চলের কিছু আসন কমিয়ে গ্রামীণ এলাকার আসন বাড়ানোর চিন্তা করা হচ্ছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি আসনের সীমানায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, "সীমানা পরিবর্তনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এটি খসড়া পর্যায়ে রয়েছে। জমা পড়া আবেদনগুলো আমরা পর্যবেক্ষণ করছি এবং চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলে বিস্তারিত জানানো হবে।"
কমিশনের তথ্যমতে, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে পিরোজপুর-২ আসনের জন্য, যার সংখ্যা ১০৩টি। এরপর রয়েছে কুমিল্লা-১০ আসন, যার জন্য ৯২টি আবেদন জমা পড়েছে। মানিকগঞ্জে একটি নতুন আসনের দাবিতে ৩৮টি ও চাঁদপুরে অতিরিক্ত একটি আসনের দাবিতে জমা পড়েছে ৯টি আবেদন।
সম্প্রতি জারি করা ‘সংসদীয় আসনের সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী ইসি সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম শুরু করে। প্রক্রিয়াটিতে সর্বশেষ আদমশুমারি, ভৌগোলিক ও প্রশাসনিক সমন্বয় এবং নাগরিকদের আবেদনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সীমানা পরিবর্তনের আবেদনপ্রাপ্ত উল্লেখযোগ্য আসনগুলোর মধ্যে রয়েছে সাতক্ষীরা, রংপুর, বরগুনা, পিরোজপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরিয়তপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, যশোর, ঝালকাঠি ও বরিশালের বিভিন্ন আসন।
ইসি জানিয়েছে, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত চূড়ান্ত প্রস্তাব শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।