Bangla
2 days ago

আগামী নির্বাচনে সীমিত পরিসরে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ চলছে: সিইসি

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন চায় আগামী জাতীয় নির্বাচনেই প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বাস্তবায়ন করতে, যদিও তা সীমিত পরিসরে হবে। তিনি বলেন, এই উদ্যোগ সফল করতে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন, এবং সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার উন্নয়ন’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এতে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জ্যেষ্ঠ সাংবাদিক এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি আরও বলেন, "বিভিন্ন দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে আমরা কী পদক্ষেপ নিয়েছি তা সবার সামনে তুলে ধরতে চাই। জাতিকে জানাতে চাই এবং সব অংশীজনের মতামত যেন একসাথে শোনা যায়, সেই লক্ষ্যেই সবাইকে একত্রে আমন্ত্রণ জানানো হয়েছে।"

তিনি বলেন, ভারতসহ অনেক দেশ এখনও প্রবাসীদের ভোটাধিকার চালু করতে পারেনি, কিন্তু বাংলাদেশ নিজেদের সক্ষমতার আলোকে ধীরে ধীরে এই প্রক্রিয়া শুরু করতে চায়। এ বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে আমাদের বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের ভোট পদ্ধতি নিয়ে কাজ করছেন। সিইসির আশাবাদ—এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। 

Share this news