Published :
Updated :
অকালপ্রয়াত বাংলা সংগীতের কিংবদন্তি গীতিকবি সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৫ ডিসেম্বর উদযাপিত হয় ‘সঞ্জীব উৎসব’। বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উদযাপিত হবে এ উৎসব।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অবস্থিত সঞ্জীব চত্বরে অনুষ্ঠিত হবে এই উৎসবের ত্রয়োদশ আসর।
এই উৎসবটি আয়োজন করেছে আজব কারখানা। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। তরুণ প্রজন্মের কাছে চির প্রাসঙ্গিক এই সংগীতশিল্পীর জন্মদিন উপলক্ষে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়।
এবারের সঞ্জীব উৎসবে গান পরিবেশন করবেন জয় শাহরিয়ার, সন্ধি, সাহস মোস্তাফিজ, তুহিন কান্তি দাস, লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন, নাহিদ হাসান, ফারাহ দীবা তাসনিম, রাজেশ মজুমদার, অন্তু দাশ এবং সাদী শাহনেয়াজ।
সঞ্জীব চৌধুরীর অমর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই উৎসবটি প্রতিবছর আয়োজিত হয়ে আসছে।