Bangla
3 days ago
আগস্ট থেকে শুরু হবে খাদ্যবান্ধব কর্মসূচি, ৫৫ লাখ পরিবার পাবে ১৫ টাকা কেজি দরে চাল
Published :
Updated :
আগামী আগস্ট মাস থেকে শুরু হতে যাচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি, যা চলবে ছয় মাস। এই কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (এফপিএমসি) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস এই কর্মসূচি চলবে, এরপর ডিসেম্বর ও জানুয়ারি স্থগিত থাকবে এবং ফেব্রুয়ারি ও মার্চে পুনরায় শুরু হবে।
এছাড়া, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চার লাখ মেট্রিক টন চাল বিদেশ থেকে আমদানি করবে। বেসরকারি খাতেও পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।