Bangla
3 days ago

আগস্টের প্রথম ২৩ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৭৪ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার

Published :

Updated :

চলতি আগস্ট মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ১৭৪ কোটি ৮৬ লাখ (১ দশমিক ৭৪ বিলিয়ন) মার্কিন ডলার, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়ে দিয়েছে। এই পরিমাণ রেমিট্যান্স দেশের মুদ্রায় প্রায় ২১ হাজার ৩৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের বাকি দিনগুলোতে এ গতি অব্যাহত থাকলে আগস্ট মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ প্রায় আড়াই কোটি ডলার পৌঁছাতে পারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সরকারের হুন্ডি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিট্যান্স প্রবাহে এই ধারাবাহিকতা দেখা যাচ্ছে।

এছাড়া, জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। 

Share this news