Bangla
2 days ago

আইন মন্ত্রণালয়ে আরপিও সংশোধনের প্রস্তাব ইসির

Published :

Updated :

নির্বাচন কমিশন (ইসি) আইন মন্ত্রণালয়ে ৪৬টি অনুচ্ছেদ পরিবর্তনের মাধ্যমে সংশোধিত আরপিও প্রস্তাব পাঠিয়েছে।

আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে, ৩১ আগস্ট ইসি এক বছরের মধ্যে দ্বিতীয়বার হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সম্পূরক তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন।

তিনি আরও জানান, এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৯ জন।

সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের আগেই চূড়ান্ত ভোটার তালিকা ৩১ অক্টোবর প্রকাশ করা হবে।

Share this news