Published :
Updated :
বিশ্বের নানা শহরে বিভিন্ন কারণে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ, যার প্রভাব থেকে দীর্ঘদিন ধরেই বাদ যায়নি মেগাসিটি ঢাকা। বেশ কিছু সময় ধরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষের দিকেই অবস্থান করছিল রাজধানী। তবে সম্প্রতি ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে।
বিশেষ করে আজ রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টায় আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ৩৭, যা ভালো মান হিসেবে গণ্য করা হয়। এ স্কোরে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ৮৯তম অবস্থানে রয়েছে।
একই সময়ে ১৯২ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে সৌদি আরবের রাজধানী রিয়াদ, ১৫২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে উগান্ডার রাজধানী কামপালা, ১৪২ স্কোরে চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ১১৭ স্কোরে পঞ্চম স্থানে রয়েছে দেশটিরই আরেক শহর বাতাম।