
Published :
Updated :

আজ সোমবার (৫ মে) লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতার সরকারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্য সময় বিকেল ৪টা ১০ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে যাত্রা করবেন। তার সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ, মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট ৯ জন।
বিএনপি সূত্র জানায়, লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দীর্ঘ চার মাস পর তিনি দেশে ফিরছেন।
তার প্রত্যাবর্তনের জন্য ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবার ও বিএনপি। গুলশানের বাসা ‘ফিরোজা’ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। মশা নিধন কার্যক্রম, জেনারেটর ও এসির সার্ভিসিং শেষ করা হয়েছে। বেগম জিয়ার ব্যবহৃত নিশান প্যাট্রোল গাড়িটি নতুন করে রঙ করা হয়েছে এবং এতে বুলেটপ্রুফ গ্লাসও বসানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.