Bangla
2 days ago

আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী

Published :

Updated :

দুই দিনের সফরে আজ সোমবার (৫ মে) ঢাকায় পৌঁছাচ্ছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। তার এ সফরে মূলত অবৈধ অভিবাসন ও নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, সফরের কেন্দ্রবিন্দুতে থাকবে মানব পাচার প্রতিরোধ, অবৈধভাবে ইতালিতে প্রবেশ রোধ এবং নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার। এছাড়া পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রশিক্ষণসহ দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সফরের প্রথম দিন বিকেলে বাংলাদেশ ও ইতালির স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর সন্ধ্যায় ইতালি দূতাবাসের পক্ষ থেকে আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন, মঙ্গলবার (৬ মে) সকালে প্রবাসীকল্যাণ ভবনে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পিয়ান্তেদোসি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। একই দিন বিকেলে তার ঢাকা ত্যাগের কথা রয়েছে। 

Share this news