Bangla
13 days ago

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

Published :

Updated :

প্রায় দেড় দশক পর ঢাকায় আবারও সরাসরি কূটনৈতিক আলোচনায় বসছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের পররাষ্ট্র দফতর পরামর্শ বা এফওসি বৈঠক।

বৈঠকে অংশ নিতে আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা আসছেন আমনা বালুচ। তিনি পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ পক্ষের নেতৃত্বে থাকবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। বৈঠকটি হবে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এফওসি-তে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। তবে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। দীর্ঘদিন পর এমন বৈঠক হওয়ায় আলোচনার পরিধি বিস্তৃত হবে বলে আশা করছেন তিনি।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি বলেন, ইসলামাবাদ চায় ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে। পাকিস্তান তাদের প্রতিযোগিতামূলক দামে কিছু পণ্য বিশেষ করে তুলা বাংলাদেশে রফতানির সম্ভাবনা দেখছে।

Share this news