Bangla
a month ago

আজ জাতীয় ক্রীড়া দিবস

Published :

Updated :

প্রতি বছরের মতো এবারও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে  উদযাপিত হচ্ছে ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫’। 

আজ রোববার ( ৬ এপ্রিল) দিবসটি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দেশি ও আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড, ক্রীড়া সংগঠকসহ ক্রীড়াঙ্গনের সর্বস্তরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ক্রীড়া দিবসের মূল প্রতিপাদ্য এবার নির্ধারণ করা হয়েছে ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’। 

এই প্রতিপাদ্যটি তরুণদের ক্রীড়ায় অংশগ্রহণ ও খেলাধুলার মানোন্নয়নের গুরুত্বকে তুলে ধরে।

এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় ক্রীড়া সংস্থাগুলো দিবসটি উদযাপনের জন্য র‍্যালি, আলোচনা সভা এবং প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। 

এবারের ক্রীড়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

Share this news