Published :
Updated :
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রার তারিখ ২৯ মে থেকে শুরু হওয়া টিকিট আজ থেকে সংগ্রহ করা যাচ্ছে। প্রতিদিন ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।
এর আগে ১৪ মে, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে জানান, ১৬ মে থেকে যাত্রীরা অনলাইন ও সরাসরি কাউন্টার— উভয় মাধ্যমেই টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা কেবল অনলাইনে টিকিট সরবরাহ করবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করেই টিকিট বিক্রি করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না এবং এ বিষয়ে পরিবহন মালিকদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
পূর্ববর্তী ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ থাকায় এবারে বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাকেশ জানান, এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ না করলেও পরিবহন কোম্পানিগুলোকে এবার যুক্তিসংগত ও গ্রহণযোগ্য ভাড়া নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।