Published :
Updated :
দাবি আদায় না হওয়ায় আজ সোমবার (৫ মে) থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এক ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন। তারা তিন দফা দাবিতে এই কর্মসূচি শুরু করছেন, যা চলবে আগামী ১৫ মে পর্যন্ত। পরে ধাপে ধাপে কর্মবিরতির সময় বাড়ানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।
সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের বর্তমান দাবি হলো, অন্তত প্রাথমিকভাবে যেন ১১তম গ্রেডে তাদের বেতন নির্ধারণ করা হয়। পাশাপাশি চাকরিতে ১০ ও ১৬ বছর পূর্ণ হলে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করাসহ প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিও জানিয়েছেন তারা।
এই দাবিগুলো পূরণে সরকারকে রোববার (৪ মে) পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন শিক্ষকরা। কিন্তু দাবিগুলো পূরণ না হওয়ায় তারা ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন। এরপর ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস এবং ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি করবেন বলে জানানো হয়েছে।