Bangla
2 days ago

আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা

Published :

Updated :


কড়া নিরাপত্তার মধ্যেও আজ মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ের ভেতরে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টার পর কর্মচারীরা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিপুলসংখ্যক কর্মচারী মিছিল নিয়ে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে অবস্থান নেন।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। সকাল ১০টার দিকে সচিবালয়ের প্রধান ফটকে স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) বাহিনী মোতায়েন থাকতে দেখা যায়। পাশাপাশি বাইরে বিজিবি ও র‍্যাব সদস্যরাও অবস্থান নিয়েছেন।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারছেন না। এমনকি সকাল থেকে সাংবাদিকদেরও সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, সাংবাদিকদের প্রবেশ নিয়ে সিদ্ধান্ত আসবে দুপুর ১২টার দিকে।

এর আগে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, গতকালও আন্দোলনের তৃতীয় দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন এবং আজ আবার কর্মসূচি পালনের ঘোষণা দেন। পাশাপাশি, তারা দেশের অন্যান্য সরকারি দপ্তরের কর্মচারীদেরও একই দাবিতে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান। 

Share this news