Published :
Updated :
মারা গেছেন আলোচিত নারী উদ্যোক্তা ও উপস্থাপিকা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন।
আজ (১৫ জানুয়ারি) বুধবার নিজের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন তনি নিজেই।
ওই পোস্টে তনি লেখেন, ‘সে আর নাই। ব্যাংককে সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’
এর আগে মাস কয়েক আগে গুরুতর অসুস্থ অবস্থায় তনির স্বামী শাহাদাৎ হোসাইনকে চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু ঘটে।